গাইবান্ধা প্রতিনিধি: গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। উপজেলার কোচাশহর ইউনিয়নের বুনোতলা ছয়ঘড়িয়া গ্রামে গত রোববার দিবাগত রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বিএনপি সমর্থিত মটর সাইকেল মার্কার সমর্থকরা তাদের প্রার্থীর পক্ষের নির্বাচনী প্রচারণা কাজ করতে গেলে আওয়ামীলীগ সমর্থিত আনারস মার্কার সমর্থকরা তাদের বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের ৭ জন আহত হয়। এদের মধ্যে মটর সাইকেল সমর্থক সাইফুল ইসলাম ইসলামের অবস্থা গুরুতর।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম সংঘর্ষের কথা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রন এনেছে।
অপরদিকে সুন্দরগঞ্জ উপজেলায় দক্ষিণ মরুয়াদহ গ্রামে বসতবাড়ির জমি নিয়ে সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা হচ্ছেন দছিজল ও তার স্ত্রী আমেনা বেগম, পুত্র আয়নুল হক ও কালাম মিয়া।
জানা গেছে, গত সোমবার প্রতিবেশি মৃত আব্দুল হামিদের পুত্র মাহাবুর রহমান ও মিজান দছিজলের বসতবাড়ির জমি দাবী করে বাড়িতে অবৈধভাবে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় দছিজল ও তার পুত্র বাধা দিলে তাদের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সুন্দরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।