গাইবান্ধা প্রতিনিধি: সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়ন নিকাহ রেজিষ্ট্রার জামায়াত নেতা মাওলানা আবু তালেবকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, রোববার সকালে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাকে বিবিসি নামক মোড় থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, মাওলানা আবু তালেব গত বছরের ২৮ ফেব্রুয়ারীর সংঘটিত জামায়াত–শিবির কর্তৃক সহিংস ঘটনায় দায়েরকৃত কয়েকটি মামলার আসামী।
অপরদিকে সাদুল্যাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ও ধাপেরহাট ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপনের ভাই জাহিদুল ইসলাম সেলিম কে রবিবার বিকালে উপজেলা চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে। সে ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেন ওরফে চান মিয়ার ছেলে।
সাদুল্যাপুর থানার এসআই জালাল উদ্দিন জানান, একটি চাঁদাবাজি ও নাশকতা চালানোর অভিযোগের মামলা তাকে গ্রেফতার করা হয়েছে।