গাইবান্ধা প্রতিনিধিঃভোট কেন্দ্র এবং ব্যালট ও ভোট বাক্সে অগ্নিসংযোগ, সহিংসতাসহ নানা কারণে গাইবান্ধা জেলায় ৫টি আসনের মধ্যে ৪টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হলেও ২১৮টি কেন্দ্রে নির্বাচন স্থগিত হওয়ার ঘটনায় গাইবান্ধার জেলা প্রশাসক জহুরুল ইসলাম রোহেল ও পুলিশ সুপার সাজিদ হোসেন কে সোমবার বদলী নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন (ইসি) থেকে এই বদলীর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নির্বাচন কমিশনের অনুমোদনক্রমে ১৬ জানুয়ারী স্থগিত ভোট কেন্দ্র সমুহে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ৫৪টি, গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনে ৮০টি ও গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) ৭২টি কেন্দ্রের ভোট স্থগিত হয়।