গাইাবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার সুন্দরগন্জ, সাঘাটা ও সাদুল্যাপুর উপজেলায় পৃথক অভিযানে বিএনপি ও জামাত-শিবিরের মহিলাসহ ৭ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনে ভাট কেন্দ্রে বোমা, ককটেল বিস্ফোরণ হামলা ও ভাংচুর করার অভিযোগে বুধবার ভোরে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছেন সুন্দরগঞ্জ উপজেলার জামায়াতের নায়েবে আমির সহকারী অধ্যাপক আমির উদ্দিনের স্ত্রী রোকেয়া বেগম, ইসরাতের পুত্র মহসিন, দক্ষিণ শিবরাম গ্রামের জামায়াত নেতা আঃ ছাত্তার ডাক্তারের খামারের কর্মচারী অলেক উদ্দিনের পুত্র মালেক । সাঘাটা উপজেলার ফুটানী বাজার এলাকার দুদু মিয়ার পুত্র ছাত্রদলের কর্মী ছাদেকুল ইসলাম (৩০) এবং বাটী গ্রামের আব্দুর রইচ এর পুত্র মোমিন মিয়া (২৪)। সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর খানপাড়া গ্রামে সাজেদুল ইসলাম শাকিল (২৪) ও দক্ষিণ কাটা প্রতাব গ্রামের মৃত হাছিম উদ্দিন মুন্সীর ছেলে আকবর আলী মুন্সী (৬২)।