জি নিউজ বিডি ডট নেট, গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলা লক্ষীপুরে বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থার উদ্যোগে মা ও শিশু ¯স্বাস্থ্য পরিচর্যা প্রকল্প শাখা অফিস শুক্রবার বিকালে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন সংস্থার প্রধান উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিক আনিসুজ্জামান খান বাব্। উদ্বোধন শেষে লক্ষীপুর ইউপি প্যানেল চেয়ারম্যান আ: জলিল সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সংস্থার প্রতিষ্ঠাতা সচিব ও নির্বাহী পরিচালক ওমর ফার“ক, প্রকল্প পরিচালক (সার্বিক) মো: শফিকুর রহমান, লক্ষীপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল মতিন। বিশিষ্ট সমাজসেবক আফছার আলী সরকার প্রমূখ।