গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধায় দু:স্থ ও শীতার্ত মানুষের মধ্যে গতকাল সোমবার বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে কম্বল বিতরণ করা হয়েছে। সোনালী ব্যাংক লিমিটেড গাইবান্ধা আঞ্চলিক কার্যালয় চত্বরে সকালে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক মোঃ মাহবুব হোসেন। এসময় বক্তব্য রাখেন ঢাকার এজিএম মোঃ শাহিদুল ইসলাম, ব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, অফিসার ইমদাদুল হক, আব্দুল কাফি, মজদার হোসেন, সুবল চন্দ্র সরকার, সুধাংশু কুমার রায়, মাখন চন্দ্র সরকার, আব্দুল্যাহ আল মাহমুদ, ঈমান আলী প্রমুখ। কর্মসূচীতে জেলার বিভিন্ন এলাকার দু:স্থ শীতার্ত মানুষের মধ্যে ৫ শতাধিক পিচ কম্বল বিতরণ করা হয়। অপরদিকে সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের তুলসীঘাট খেজের মিয়া মেমোরিয়াল হাসপাতালের সৌজন্যে এবং মিসেস কোহিনুর বেগম (তানিন বাংলাদেশ) সাহায্য সংস্থার অর্থায়নে হতদরিদ্র শীতার্ত মানুষের মধ্যে ৫০০ পিচ কম্বল বিতরণ করা হয়। এসময় বক্তব্য রাখেন সদর সহকারি কমিশনার (ভুমি) মোঃ হাফিজুর রহমান, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা রাহাত মান্নান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান রাজা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান টুলু, মিসেস কোহিনুর বেগম, রফিক উদ্দিন আহমেদ ডিজু, পারভেজ আহমেদ, জেসমিন আকতার শিবলী, সাবিনা ইয়াসমিন কেয়া প্রমুখ।