গাইবান্ধা প্রতিনিধি: একতরফা প্রহসনের নির্বাচনের পরিবর্তে অবিলম্বে সকল দলের অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান, ক্ষমতায় থাকা এবং যাওয়ার নীতিহীন লড়াই বন্ধ, সন্ত্রাস-সহিংসতা ও সংখ্যালঘুদের বাড়ি-ঘর-ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাংচুরের প্রতিবাদ সহ অবিলম্বে ইউরিয়া সার ও ডিজেল সংকট সমাধানের দাবিতে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ কনভেনশন প্রস্তুতি কমিটি, গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিক্ষোভ পূর্বক সমাবেশে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব কমরেড মনজুর আলম মিঠু, মাহাবুর রহমান খোকা, আমিনুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ দুই বুর্জোয়া জোটেরক্ষমতা-দখলের নীতিহীন লড়াই এ জনজীবন বিপর্য¯— হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা অবিলম্বে ইউরিয়া সার ও ডিজেল সংকট সমাধান করা সহ উচ্চ মূল্যে সার-ডিজেল বিক্রিয় বন্ধে কার্যকর পদক্ষেপের দাবি জানান। বক্তারা বুর্জোয়াদের নীতিহীন অপরাজনীতির বিপরীতে বামপন্থীদের নেতৃত্বে গণআন্দোলন গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের প্রতি আহবান জানান।
গাইবান্ধায় সংখ্যালঘুদের উপর হামলা-নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
Share This