গাইবান্ধা প্রতিনিধি: নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ঢাকায় আহুত ‘লংমার্চ ফর ডেমোক্রেসি’র সমাবেশের অনুমতি না দেয়া, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে অবর“দ্ধ করে রাখা, সারাদেশে গণ গ্রেফতার এবং গাইবান্ধার সাবেক এমপি রওশন আরা ফরিদকে গ্রেফতারের প্রতিবাদে এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে সোমবার পুলিশের বাধা উপেক্ষা করে জেলা ১৮ দলীয় জোট গাইবান্ধা শহরে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএনপি কার্যালয় চত্বর সংলগ্ন সার্কুলার রোডে বসে সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করে। এসময় ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, শেখ সামাদ আজাদ, কামর“ল হাসান সেলিম, আব্দুল কাফি মন্ডল, শাকিল ইসলাম পাপুল, রেজাউল করিম রেজা, অ্যাড. হানিফ বেলাল, খন্দকার মাহমুদুন্নবী রিটু, মাহমুদুনবী টিটুল, তোফায়েল আহমেদ, শফিকুল ইসলাম রুবেল, খন্দকার ওমর ফার“ক সেলু, শাহীন মাহমুদ, বিপ্লব কুমার দাস, জেলা মহিলা দলের ঝর্না মান্নান, মাধবী সরকার প্রমুখ।
এছাড়া জেলার সুন্দরগঞ্জ, গোবিন্দগঞ্জ, সাদুল্যাপুর, সাঘাটা ও ফুলছড়ি উপজেলাতেও মিছিল সমাবেশের খবর পাওয়া গেছে।