সোহেল রানা, বিশেষ প্রতিনিধি গাইবান্ধা :১৮ দলের ডাকা অবরোধের পঞ্চম দিনে গাইবান্ধা-পলাশবাড়ি সড়কটি অবরোধকারিরা বন্ধ করে দেয়ায় জেলা শহরটি মুলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে এ উপলক্ষে জেলা ১৮ দলের উদ্যোগে বুধবার শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয় চত্বরে এসে এক সমাবেশ করে। ১৮ দলীয় জোটের আহবায়ক ও জেলা বিএনপির সভাপতি আনিসুজ্জামান খান বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কামরুল হাসান সেলিম, আলমগীর সাদুল্যা দুদু, শাকিল ইসলাম পাপুল, রফিকুল ইসলাম নয়া, অ্যাডভোকেট হানিফ বেলাল, শাহীন মাহমুদ, রফিকুল ইসলাম লুলু, মোস্তাক হোসেন ডলার, বিপুল কুমার দাস, সোহাগ সর্দার প্রমুখ।
উল্লেখ্য গাইবান্ধা-পলাশবাড়ি সড়কে ২০ কি.মি. এলাকা জুড়ে রাস্তার পাশে গাছ ফেলে রেখে বেরিকেড সৃষ্টি করা হয়েছে। এছাড়া পলাশবাড়ি-বগুড়া সড়কের রাস্তা কেটে এবং গাছ ফেলে রেখে সড়ক অবরোধ সৃষ্টি যানবাহন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ফলে এই মুল সড়কটি বন্ধ হয়ে যাওয়ায় জেলা শহর মূলত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এমনকি আইন শৃংখলা রক্ষাকারি ও র্যাবকেও বিকল্প সড়কে যাতায়াত করতে হচ্ছে।