গাইবান্ধা প্রতিনিধিঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি ও সাদুল্যাপুর উপজেলার ৫৭টি ভোট কেন্দ্রের ব্যালট বাক্সে আগুন দিয়েছে নির্বাচন বিরোধীরা। এর মধ্যে গোবিন্দগঞ্জ উপজেলায় ১৬টি, পলাশবাড়ি উপজেলায় ৯টি ও সাদুল্যাপুর উপজেলায় ২৭টি ভোট কেন্দ্র। শনিবার বিকাল থেকে রবিবার সকাল ১১টা পর্যন্ত ৫৭টি কেন্দ্র এ ঘটনার শিকার হয়েছে।
গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রগুলো হলো তালুক কানুনপুর ইউনিয়নের তালুক কানুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ছোট নারিচাগারী সিনিয়র মাদ্রাসা, ফুলবাড়ি ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়, দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সন্দুইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ধনখুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পাটোয়া জমির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়, খুকশিয়া দাখিল মাদ্রাসা, পোগাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়, ডুমুরগাছি সরকারী প্রাথমিক বিদ্যালয়, নাকাইহাট উচ্চ বিদ্যালয়, পারগায়রা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বালুবরা উচ্চ বিদ্যালয়, ঘুগা উচ্চ বিদ্যালয়, অনন্তপুর হাফিজিয়া মাদ্রাসা,দরবস্ত ইউনিয়নের দরবস্ত সরকারী প্রাথমিক বিদ্যালয়, শিবপুর ইউপির দদক্ষিণ শিবপুর (বাদুরতলা) সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র।
এ ঘটনায় কবলিত প্রিজাইডিং অফিসার জানান, একদল দুর্বৃত্ত তাদের কাছ থেকে ব্যালট বাক্স , পেপারসহ সব সরঞ্জম ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে তাদের কে লাঞ্চিত করে কেন্দ্র থেকে বের করে দেয় বলে জানান।
গাইবান্ধার (পলাশবাড়ি-সাদুল্যাপুর) আসনের সাদুল্যাপুর উপজেলার কেন্দ্র গুলো হলো কুঞ্জমহিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, তাজনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইদিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আলী নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, উত্তর দামোদরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতনগর হাইস্কুল, বুররভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়, হিংগারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, পীরেরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়, কৃষ্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, ফুলবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোর্দ্দ কোমরপুর হাইস্কুল, খোর্দ্দ কোমরপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নলডাঙ্গা উমেশ চন্দ্র উচ্চ বিদ্যালয়সহ ২৭টি ভোট কেন্দ্র। এ ছাড়াও পলাশবাড়ি উপজেলার ৯টি কেন্দ্রে কোন ুপ্রজাইডিং অফিসার কিংবা ভোটের সরঞ্জমাদি পৌছে নাই বলে জানাগেছে।
গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, এখনো পুরো হিসেব হয়নি। তবে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যে ১২/১৩টি কেন্দ্রের ব্যালট বাক্সে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন কেন্দ্রে ককটেল বিস্ফোরনের খবর পাওয়াগেছে।
সাদুল্যাপুর উপজেরা রির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ পর্যন্ত ১৫টি কেন্দ্রের খবর পাওয়া গেছে। তবে বিষয়টি জেলা রিটানিং কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনকে জানানো হয়েছে বলে জানান।
মো: সোহেল রানা