গাইবান্ধা প্রতিনিধিঃ দশম জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-২ (সদর) আসনে আওয়ামী লীগ প্রার্থী মাহাবুব আরা বেগম গিনি (নৌকা) বেসরকারিভাবে পুন: নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৫১ হাজার ৭১৩টি। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মকদুবর রহমান (আনারস) পেয়েছেন ১০ হাজার ৫৮টি ভোট। মোট ৯৬টি ভোট কেন্দ্রের মধ্যে ৮৪ টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলের উপর ভিত্তি করে এ ঘোষণা দেওয়া হয়। স্থগিত ১২টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ৩৮ হাজার ২২৫ জন। সদর উপজেলার সহকারি রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুনুর রশীদ জানান, ভোটের এই ব্যবধান পুন:নির্বাচনের ফলাফল পরিবর্তনে কোন প্রভাব ফেলবে না বলে মাহাবুব আরা বেগম গিনিকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।