জি নিউজ অনলাইনঃ- গাজীপুরে সিটি করপোরেশনের (গাসিক) হাতিয়াব এলাকায় দিনে-দুপুরে গার্মেন্ট কারখানার এক নিরাপত্তারক্ষীকে জবাই করে হত্যা করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে১১টার দিকে হাতিয়াব এলাকার স্থানীয় ইউনিভার্সেল এক্সেসরিস কারখানায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুলহক (৬০) নোয়াখালীর সোনাইমুড়ীর দিঘির গাঁও গ্রামের দেলোয়ার হোসেন দেলুর ছেলে।
পুলিশও কারখানা সূত্রে জানা গেছে, সাইদুল হক নিয়মিত জুমার নামাজ পড়তেন। গতকাল শুক্রবার তাঁকে মসজিদে দেখতে না পেয়ে কারখানার কয়েকজন কর্মচারী তাঁর খোঁজে কারখানায় যান। ডাকাডাকি করে খুঁজে না পেয়ে কারখানার পেছনে গিয়ে দেখেন গোসলের স্থান রক্তাক্ত। পাশে পড়ে আছে সাইদুলের লুঙ্গি ওগামছা। ছিটকানি আটকানো পাশের রুম খুলে মেঝেতে সাইদুলের জবাই করা উলঙ্গ লাশ পড়ে থাকতে দেখেন তাঁরা।
কারখানার পরিচালক জহিরুল ইসলাম জানান, টেলিফোনে খুনের খবর পেয়ে কারখানায় আসেন। এ সময় তিনি কারখানার মূল ফটকের তালা খোলা অবস্থায় পান। তবে কোনো মালামাল খোয়া যায়নি। সাপ্তাহিক ছুটির কারণে গতকাল কারখানা বন্ধ ছিল। নিরাপত্তারক্ষী সাইদুল একাই কারখানায় ছিলেন।জহিরুল ইসলাম জানান, সাইদুল সাত বছর ধরে নিরাপত্তা প্রহরী হিসেবে বিশ্বস্ততার সঙ্গে কাজ করে আসছিলেন।
জয়দেবপুর থানার ওসি মো. কামরুজ্জামা নপিপিএম জানান, খবর পেয়ে বিকেল সাড়ে ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে পাঠায়। তবে কে বা কারা ওই খুন করেছে তাৎক্ষণিক ভাবে তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ওই কক্ষের বাইরের টিপ কলে গোসল সেরে ফেরার সময় দুর্বৃত্তরা তাকে খুন করে ওই ঘরে রেখে বাইরে থেকে ছিট কানি আটকিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।