জি নিউজ বিডি ডট নেট ঃ- গাজীপুরের কোনাবাড়িতে পোশাক শ্রমিকরা বিক্ষোভ করেছে উৎপাদন রেট (পিস রেট) বাড়ানোর দাবিতে,এ সময় পোশাক শ্রমিকরা গাজীপুর -টাঙ্গাইল মহাসড়ক ইট ও কাঠের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করে তারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শ্রমিকদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পুলিশ লাঠিচার্জ ও রাবার বুলেট এবং টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সহিংসতা ও নাশকতার আশঙ্কায় ওই এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এছাড়া এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গাজীপুরে পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষ
Share This