গাজীপুর প্রতিনিধি ,জি নিউজঃ-গাজীপুরের একটি পোশাক কারখানার খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল করেছে পোশাক শ্রমিকরা । এ সময় পুলিশের লাঠিচার্জে অন্তত ৮ জন শ্রমিক আহত হন। শনিবার সকালে টঙ্গী থানা অধিনে বড়বাড়ী গাছা এলাকার সোয়েটার টেক নামের একটি কারখানায় এ ঘটনা ঘটে। শনিবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে কারখানাটি বন্ধ দেখতে পায়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে কারখানা খুলে দেওয়া, মজুরি ও বেতনবৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল শুরু করে বলে জানান পুলিশ , পরে পোশাক শ্রমিকরা মিছিল নিয়া ঢাকা ময়মনসিংহ-মহাসড়কে অবস্থান করতে চাইলে পুলিশ ধাওয়া ও লাঠিপেটা করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় কারখানা কর্তৃপক্ষের কাউকে দেখা যায়নি। তাঃ- ১৪ সেপ্টেম্বর, ২০১৩