গাজীপুর প্রতিনিধি,জি নিউজ ঃ- গাজীপুরের বাইপাস সড়কের মোগরখাল এলাকায় হরতাল ও অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রোল বোমার আগুনে অগ্নিদগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন বাবা ও মেয়ে। গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে অবরোধ সমর্থকেরা পারটেক্স গ্রুপের একটি কাভার্ডভ্যানের সামনের অংশে পেট্রলবোমা ছুড়ে অগ্নিসংযোগ করলে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় আগুনে ভ্যানে থাকা আদম আলীর স্ত্রী ও তার মেয়ে শিশু পুড়ে মারা গেছে। এ ছাড়া আদম আলীসহ তাঁর দুই বছরের মেয়ে সাদিয়া দগ্ধ হয়েছে। এদিকে গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শাহীন মিয়া জানান, কতিপয় দুর্বৃত্ত ওই ভ্যানের সামনের অংশে পেট্রোল বোমা ছুড়ে মারে। এ সময় বোমা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়লে সামনের আসনে থাকা মা ও শিশুকন্যা পুড়ে মারা যায় এবং ওই গাড়ির যাত্রী আদম তার মেয়ে সাদিয়া দ্বগ্ধ হন। আহতদের উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এবিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে ও জানান তিনি ।তাঃ-১১ ডিসেম্বর ২০১৩