অনলাইন ডেস্ক ঃ- আগামী এক মাসের মধ্যে সাইনবোর্ড, ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন ও গাড়ির নাম্বার প্লেট বাংলা ভাষায় লেখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি এবিএম আলতাফ হোসেন সমন্বয়ে গঠিত বেঞ্চ সোমবার এ নির্দেশ দেন।একই সঙ্গে আদালত সর্বত্র কেনো বাংলা প্রচলন করার নির্দেশ দেয়া হবে না, তার কারণ জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে।আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ইউনুস আলী আকন্দ।সূত্র : ইন্টারনেট তাঃ-১৭ ফেব্রুয়ারি, ২০১৪।