গাড়ি উড়ল আকাশে

অনলাইন ডেস্ক, জি নিউজঃ- প্রথমবারের মতো কোনো গাড়ি জনসম্মুখে আকাশে উড়লএ উড়ুক্কু গাড়িটির নাম দেওয়া হয়েছে টেরাফুগিয়াপ্রযুক্তিবিষয়ক সাইট গিজম্যাগ এক প্রতিবেদনে জানিয়েছে, টেরফুগিয়াই প্রথম যন্ত্র, যা আইনত যুক্তরাষ্ট্রের রাস্তায় চলতে পারবে এবং আকাশেও উড়তে পারবে টেরাফুগিয়া আকাশে ওড়ার সময় এর পাশের পাখা ব্যবহার করেআবার রাস্তায় চলার সময় এর পাখাগুলো ভাঁজ করে রাখা যায়যুক্তরাষ্ট্রের ফেডারেল এয়ার অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এটিকে হালকা স্পোর্টস প্লেনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে টেরাফুগিয়া বেশ ছোট বাহনএতে শুধু পাইলট বা ড্রাইভার এবং দ্বিতীয় কোনো ব্যক্তি চড়তে পারবেননির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা এটিকে এমন একটি বাহন হিসেবে তৈরি করেছেন, যা এয়ারপোর্টে অবতরণ করে কোনো ট্যাক্সি বা গাড়ির সাহায্য ছাড়াই রাস্তা দিয়ে চালিয়ে যাত্রীকে বাড়িতে পৌঁছে দিতে পারবে টেরাফুগিয়ার দাম দুই লাখ ৭৯ হাজার ডলারতবে এখনও এটি গ্রাহকদের সরবরাহের তারিখ ঘোষণা করা হয়নিএ খবর অনলাইনের

Exit mobile version