অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া(বরিশাল) থেকে :
‘জামায়াত রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে নেমেছে। স্বাধীনতা বিরোধী এ শক্তিকে দমন করা দরকার। দেশবাসী সংঘাত নয়, শান্তি চায়। তারা অসাংবিধানিক পথে ¯স্বৈরশাসনে ফিরে যেতে চায়না। তারা চায় সহিষ্ণু গণতন্ত্রের আলোক উজ্জ্বল অভিযাত্রা অব্যাহত রাখতে। গাড়ি পুড়িয়ে মানুষ হত্যা করে ক্ষমতায় যাওয়া যায়না। সন্ত্রাসী ও গণবিরোধীরা জনগণকে ভোটাধিকার প্রয়োগে বাঁধা দেয়ার কোন সুযোগ পাবেনা।’ উজিরপুর উপজেলার সুধীসজ্জনদের সাথে দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় অগ্রণী ব্যাংকের পরিচালক এ্যাড. বলরাম পোদ্দার এ কথা বলেন। গতকাল বুধবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার ডব্লিউ.বি ইউনিয়ন ইনস্টিটিউশন মাঠে উপজেলা আওয়ামীলীগ সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে বরিশাল-২ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাড. তালুকদার মো. ইউনুসের নির্বাচনী মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বরিশাল-২ আসনের আওয়ামীলীগ প্রার্থী এ্যাড. তালুকদার মোঃ ইউনুস, সাবেক এমপি মুক্তিযোদ্ধা আ. ওয়াদুদ সরদার, সাবেক কেন্দ্রীয় নেতা হাবিবুর রহমান খান, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মাইনুল হক, উজিরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সীমা রানী শীল, আওয়ামীলীগ নেতা ডা. দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ওটরা ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, অধ্যক্ষ আ.ন.ম নেছার উদ্দিন, প্রধান শিক্ষক প্রিয়লাল ঘোষ, শিক্ষক নেতা মোজাম্মেল হক, এস.এম মঞ্জুর কুদ্দুস প্রমুখ। মতবিনিময় সভায় উজিরপুর উপজেলার শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের নেতৃবৃন্দসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।