জি নিউজ : ক্যারিবীয় প্রিমিয়ার লিগের (সিপিএল) উদ্বোধনী আসরে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। বৃহস্পতিবার প্রথম সেমিফাইনালে সাত উইকেটে তারা হারিয়েছে ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিলকে।
ত্রিনিদাদ এন্ড টোবাগো রেড স্টিল: ১০৩/১০ (১৯.৩ ওভার)
গায়ানা আমাজন ওয়ারিয়র্স: ১০৭/৩ (১৬.২ ওভার)
ফল: গায়ানা আমাজন ওয়ারিয়র্স সাত উইকেটে জয়ী
গায়ানার ফাইনাল নিশ্চিত করতে দারুণ অবদান রেখেছেন শ্রীলঙ্কা তারকা তিলকরতেœ দিলশান। লিগে নিজের প্রথম ম্যাচেই বল হাতে চার ওভারে ১৪ রান দিয়ে নিয়েছেন দুটি উইকেট। ব্যাট হাতে ২৯ বলে তিন চার ও এক ছয়ে ৩৯ রানের সেরা ইনিংসও খেলেন তিনি। অলরাউন্ডিং পারফরমেন্সে ম্যাচসেরা হয়েছেন এই লঙ্কান তারকা।
টস জিতে গায়ানা ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। দিলশান ছাড়াও বল হাতে ক্রিসমার সান্তোকি, লাসিথ মালিঙ্গা ও ভারনন পারমল দুটি করে উইকেট নিয়ে ত্রিনিদাদকে ১০৩ রানে বেধে দেন। ত্রিনিদাদের পক্ষে কেভন কুপারের ব্যাটে এসেছে ইনিংস সেরা ২৭ রান। এছাড়া ডোয়াইন ব্রাভো করেন ২৬ রান।
লক্ষ্য তাড়া করতে গিয়ে দিলশান কাজ সহজ করে দেন। তার দেখানো পথে অধিনায়ক রমনরেশ সারওয়ান ১৮ ও জেমস ফ্রাঙ্কলিন ১৬ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
সুত্র ঃ ইন্টারনেট