জি নিউজ বিডি ডট নেট ঃ- নির্দলীয় নিরপেক্ষ সরকারে দাবিতে ও নেতাকর্মীদের গ্রেফতারের প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের টানা ৮৪ ঘণ্টা হরতাল শেষে আজ বুধবার রাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় দলের নীতিনির্ধারক স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তার । বৈঠকে আগামী দিনের আন্দোলন কর্মসূচিও চূড়ান্ত করা হতে পারে বলে সূত্র জানা যায় । উল্লেখ –গত শুক্রবার রাত থেকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসার আশাপাশে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করে অঘোষিতভাবে বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে।
গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যাবেন – খালেদা জিয়া
Share This