আব্দুল হাকিম রাজ মৌলভীবাজারঃ মৌলভীবাজারে ১ সন্তানের জননী তছলিমা আক্তার (২২) এর রহস্যজনক মূত্যু নিয়ে সৃষ্টি হয়েছে নানা নাটকীয়তা। নিহতের পিতৃ পরিবারকে না জানিয়ে শ্বশুর বাড়ীর লোকজন তছলিমা আক্তারকে প্রথমে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাবার পথে তছলিমা আক্তার মূত্যুবরন করে। জানা যায়- মৌলভীবাজার সদর উপজেলার আনিকেলীবড় গ্রামের ১ সন্তানের জননী তাছলিমা আক্তার (২২) বিষপানে আত্মহত্যা করেছে মর্মে গত ৩০ নভেম্বর রাতে অজ্ঞাত এক ব্যক্তি ফোন দিয়ে তার পিতৃ পরিবারকে জানায়। সংবাদ পেয়ে তছলিমার পিতা আযাছ মিয়া ও তার চাচাতো ভাই জাকার মিয়া ঘটনাস্থলে পৌছে তাছলিমার লাশ দাফনের প্রক্রিয়া চলছে দেখে মৌলভীবাজার মডেল থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে এস আই দেলোয়ার ঘটনাস্থলে পৌছলে সেখানে উপস্থিত লোকজন দৌড়ে পালিয়ে যায়। পরে এস আই দেলোয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরন করেন। পরিচয় গোপন রাখার শর্তে নির্ভরযোগ্য একাধিক সূত্র সন্দেহ প্রকাশ করে জানায়- বিষপানে আতœহত্যা করার মত কোন কারণ জানা যায়নি বিধায, এটি হত্যাকান্ড বলেই মনে হচ্ছে। এস আই দেলোয়ার লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান- এ ব্যাপারে থানায় অপমূত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্ত রির্পোর্ট আসার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। নিহত তছলিমা আক্তার দেড় বছর বয়সী তায়েফ নামে একটি পুত্র সন্তানের জননী।
গোপনে লাশ দাফনের চেষ্টা ব্যর্থ ॥ মৌলভীবাজারে ১ সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু
Share This