গোপালগঞ্জ প্রতিনিধি ,জি নিউজ ঃ- গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৪ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি ইউনিয়নের খানারপড় গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান জমি-জমা নিয়ে ওই গ্রামের মামুন মোল্লার সঙ্গে মিন্টু মোল্লার বিরোধ চলে আসছিল। এনিয়ে সন্ধ্যায় তাদের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপি ধরে চলা সংঘর্ষে ইট-পাটকেল ও এয়ারগানের গুলিতে চারজন গুলিবিদ্ধসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। এর মধ্যে গুলিবিদ্ধ ৪ জনসহ ৫ জনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- গুলিবিদ্ধ ফরহাদ (১৬) পলাশ (১৪) রুহুল আমিন (১৫) এবং অলেফা বেগম (৩৪)। তাদেরকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকী আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।