গাইবান্ধা প্রতিনিধিঃগোবিন্দগঞ্জের বাসুদেবপুর বাজারে জামায়াত-শিবিরের হামলায় দুই এসআইসহ ৭ পুলিশ সদস্য আহত হয়েছে। গত সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৭ রাউন্ড ফাকা গুলি ছোড়ে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, উপজেলার বাসুদেবপুর বাজারে সেচ্ছাসেবক লীগের কর্মী হারুন মিয়াকে স্থানীয় জামায়াত-শিবির কর্মীরা বেধরক মারপিট করে। পরে স্বে^চ্ছাসেবক লীগের সমর্থকরা প্রতিবাদ করলে তালুককানুপুর ইউনিয়ন সেচ্ছাসে^বক লীগের সভাপতি সবুজ মিয়ার বাড়িতে জামায়াত-শিবির কর্মীরা ইট পাটকেল মারতে থাকে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে জামায়াত-শিবির কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে এসআই আক্তার ও মতিয়ারসহ ৭ পুলিশ আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রায় ২৭ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এবি এম জাহেদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।