গাইবান্ধা প্রতিনিধি, জি নিউজঃ-গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন নিহত ও অন্তত ৩৩ জন আহত হয়েছ্নে। আজ শনিবার বিকেল চারটার দিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালীয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ দেলওয়ার হোসেন।স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহন ও গাইবান্ধার নাটাইহাট থেকে বগুড়াগামী বাসের বোয়ালীয়ায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৮ জন নিহত হন। তবে নিহত ব্যক্তিদের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হচ্ছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।