জি নিউজ বিডি ডট নেট, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে হেরোইনসহ গৌর চন্দ্র মহন্ত (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুর ক্যাম্পের সদস্যরা। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) জয়পুর ক্যাম্পের সহকারী পরিচালক (এডি) আশরাফ জানান, বুধবার সকাল ১১টার দিকে উপজেলা সদরের ঘোষ পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয় হয়েছে। গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, উপজেলার ঘোষপাড়ার বাসিন্দা গৌর চন্দ্র মহন্ত দীর্ঘদিন থেকে হেরোইন সেবন ও বিক্রির সাথে জড়িত। বুধবার ৬৪ গ্রাম হিরোইনসহ তাকে আটক করা হয়। তিনি আরো জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।