জি নিউজ ঃ-সোমবার ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার পর প্রসিকিউশনের সমন্বয়ক এম কে রহমান বলেন, গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত। এই রায়ের কপি হাতে পাওয়ার পর আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউটররা। পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। পাঁচটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ দণ্ড। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে। রায়ে সন্তষ্ট নন জানিয়ে এই আইনজীবী বলেন, উই আর নট হ্যাপি। ট্রাইব্যুনাল বলেছে- তার সর্বোচ্চ শাস্তি হওয়াটাই শ্রেয়। কিন্তু বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় তাকে ৯০ বছরের কারাদণ্ড দেয়া হয়। রায়ের পূর্নাঙ্গ কপি হাতে পাওয়ার পরেই এ বিষয়ে আপিলের বিষয়ে করনীয় নির্ধারণ করব। চল্লিশ বছর অপেক্ষার পর ‘আংশিক ন্যায়বিচার’ পেয়েছেন বলেও জানান সমন্বয়কারী। এদিকে যুদ্ধাপরাধের সব অভিযোগ প্রমাণিত হওয়ার পরও জামায়াতের সাবেক আমির গোলাম আযমের সর্বোচ্চ শাস্তির রায় না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, দেশবাসীর আকাঙ্ক্ষা ছিল রাজাকারের সর্বোচ্চ নেতার সর্বোচ্চ শাস্তি হবে। এ বিষয়ে বিচারকরাও একমত যে, তার সর্বোচ্চ শাস্তিই হওয়া উচিৎ। এরপরও সর্বোচ্চ শাস্তি না দেয়ায় দেশবাসীর অনুভূতির সাথে একমত হয়ে আমরা বলছি, আমরা এ মামলায় আপিল করব।
তাঃ-১৫-০৭-১৩