জি নিউজঃ-আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মাওলা রনি সাংবাদিক পেটানোর মামলায় কারান্তরীণ অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি কাশিফা হোসেনের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ মঙ্গলবার এ আদেশ দেন। এর আগে গত ১৩ আগস্ট সাংবাদিক পেটানোর মামলায় কারাগারে থাকা গোলাম মাওলা রনির জামিন আবেদন নাকচ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। উল্লেখ্য রাজধানীর তোপখানা রোডের মেহেরবা প্লাজায় রনির অফিসে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক ইমতিয়াজ সনি ও ক্যামেরাম্যান মহসিন মুকুলকে মারধর করে আটকে রাখা হয়। এ ঘটনায় শাহবাগ থানায় এমপি গোলাম মাওলা রনির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করে ইন্ডিপেনডেন্ট টেলিভিশন কর্তৃপক্ষ।এছারা এমপি রনিও পাল্টা অভিযোগ এনে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের অন্যতম মালিক সালমান এফ রহমানের বিরুদ্ধে মামলা করেন তিনি ।