অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) থেকে :বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী নবীনগর এলাকা থেকে দু’শ পিচ ইয়াবাসহ আটক মাদক বিক্রেতার স্বীকারোক্তিমতে দেশীয় তৈরি একটি পাইপগান, দু’টি রামদা ও একটি হাসুয়া উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
শুক্রবার র্যাবের দেয়া এক বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বৃহস্পতিবার রাতে সুন্দরদী নবীনগর এলাকায় অভিযান চালিয়ে গাজী হাওলাদার (৩৪) নামের এক মাদক বিক্রেতাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে র্যাব সদস্যরা দু’শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। পরে তার দেয়া স্বীকারোক্তিমতে র্যাব সদস্যরা তার নিজবাড়ি থেকে একটি দেশীয় তৈরি পাইপগান, ২টি রামদা ও একটি হাসুয়া উদ্ধার করে। আটক গাজী হাওলাদারের বাড়ি গৌরনদীর পার্শ্ববর্তী কালকিনি উপজেলার উত্তর রমজানপুর গ্রামের মৃত সেকেন্দার আলী হাওলাদারের ছেলে।