অপূর্ব লাল সরকার, গৌরনদী (বরিশাল) থেকে :কারিতাস বরিশাল অঞ্চলের প্রযতœ প্রকল্পের আওতায় গতকাল সকালে গৌরনদী কারিতাস মিলনায়তনে প্রবীণদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত হয়। কারিতাস বরিশাল অঞ্চলের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী। বিশেষ অতিথি ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান সমাজ সেবক কালিয়া দমন গুহ, ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার টেরিস রড্রিকস, পৌর নাগরিক কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক জহুরুল ইসলাম জহির, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। বক্তব্য রাখেন প্রযতœ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মার্শেল রতন গুদা, জুনিয়র কর্মকর্তা পরিতোষ চক্রবর্তী, এনিমেটর সুনীল মল্লিক, প্রবীণ ক্লাব কর্মকর্তা মুক্তিযোদ্ধা শামছুল হক চোকদার, গৌরাঙ্গ বিশ্বাস, মোদারেস হোসেন প্রমুখ।