জি নিউজঃ-বুধবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে মহানগর বিএনপি। মানবতাবিরোধী অপরাধের দায়ে বিএনপি নেতা ও সংসদ সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর ফাঁসির রায় প্রত্যাখ্যান দাবিতে; গতকাল মঙ্গলবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সালাহউদ্দিন কাদের চৌধুরীর মামলায় ফাঁসির রায় রায় ঘোষণার পরপরই বিএনপির দলীয় কার্যালয় নসিমন ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলটির চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন এ হরতালের ঘোষণা দেন। এছাড়া একই সঙ্গে সালাহউদ্দিন কাদের চৌধুরীর এ রায় প্রত্যাখ্যান করে চট্টগ্রাম উত্তর এবং দক্ষিণ জেলা শাখাও হরতালে সমর্থন করেছেন ।
চট্টগ্রামে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল
Share This