সদস্য সচিব– এস কে, শেখ রেজাই রাব্বি (বার্তা-সম্পাদক BDNewsTimes.com),জয়নাল আবেদীন (সম্পাদক – BDNewsTimes.com),মো: হারুন উর রশিদ (সম্পাদক – AjkerSattoSangbad.com),মিহির কে চক্রবর্তী (সম্পাদক – nnnbd.com),মসরুর জুনাইদ (সম্পাদক – CtgTimes.com),মোহাম্মদ আবু কাউছার (সহ-সম্পাদক – citynewsbd.com),সামসাদ সাত্তার (সম্পাদক – cel55.webs.com),মাহবুবুর করিম (সম্পাদক – CtgBarta24.com)।
উক্ত মতবিনিময় সভায় মোঃ সাঈদ হাসান বলেন বর্তমানে অনলাইন নিউজ পোর্টাল গুলো যুগের সাথে খুব তাল মিলিয়ে চলছে।প্রতি মুহুর্তের সংবাদ মানুষের কাছে খুব সহজে পৌঁছে দিচ্ছে।তার মধ্যে চট্টগ্রামে এই প্রথম একটি এসোসিয়েশনের অভিষেক হয়েছে যারা সমগ্র চট্টগ্রামের অনলাইন নিউজ পোর্টাল এর সম্পাদকদের নিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনলাইন নিউজ গুলোকে একই ছাদের নিছে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরোও বলেন এই ধরনের একটি সংঠনের সভায় উপস্থিত হতে পেরে নিজেকে সার্থক মনে করছি।
তাছাড়া চট্টগ্রাম জেলা তথ্য অফিস থেকে সরকারী সকল সংবাদ ও যাবতীয় তথ্য সংগ্রহ করার জন্য কণিয়াকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।