এম.শাহজাহান চৌধুরী শাহীন,কক্সবাজারঃ মানুষ মানুষের জন্য, এটা আবারও প্রমাণ করেছে কক্সবাজারে নব্বই বছর বয়সী এক হতদরিদ্র অসুস্থ ব্যক্তির পাশে দাঁড়ানোর মধ্যে দিয়ে। ৮ মার্চ শনিবার বিভিন্ন দৈনিক ও অনলাইন নিউজপ্রোটালে এবং দৈনিক জনকণ্ঠে বিনা চিকিৎসায় মরতে বসেছেন মুজিব পাগল ওয়াজ কবির শীর্ষক সংবাদ প্রকাশের পর অসুস্থ বয়োবৃদ্ধ ব্যক্তির চিকিৎসা সেবার জন্য আর্থিক সাহায্যার্থে এগিয়ে এসেছেন হৃদয়বান ঢাকার দবির উদ্দিন নামে দানশীল এক ব্যক্তি। শনিবার দুপুরে ঢাকা থেকে দিএকমি ল্যাবরেটরীজ এর এডিশনাল ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ দবির উদ্দিনের পাঠানো চিকিৎসা খরচ বাবদ নগদ দশ হাজার টাকা অসুস্থ ওয়াজ কবিরের হাতে তুলে দেয়া হয়েছে। দিএকমি ল্যাবরেটরীজ এর এরিয়া ম্যানেজার অসিত মজুমদার, ফিল্ড অফিসার মোহাম্মদ সোয়াইব উদ্দিন, চট্টগ্রাম জেলা আইনজীবি সমিতির সদস্য এ্যাডভোকেট মো: ছমি উদ্দিন, দৈনিক জনকণ্ঠের কক্সবাজার প্রতিনিধি এইচএম এরশাদ, সাংবাদিক শাহজাহান চৌধুরী শাহীন ও মো:আমান উল্লাহ ওসময় উপস্থিত ছিলেন। চিকিৎসা খরচ পেয়ে বয়োবৃদ্ধ ওয়াজ কবির বলেন, বঙ্গবন্ধু দেশ স্বাধীন করে চলে গেছেন পরকালে। এ স্বাধীন দেশে রয়েছেন অনেক দেশপ্রেমিক ব্যক্তি। আমি তাঁদের জন্য দোয়া করি। তিনি আরও বলেন, হাতে টাকা না থাকায় ১৫আগষ্ট বনে গিয়ে লাকড়ি সংগ্রহ এবং তা বাজারে বিক্রি করে মাংশ কিনে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাতের জন্য ফাতেহা পড়িয়েছি।
চিকিৎসা সহায়তা পেলেন শেখ মুজিব পাগল বয়োবৃদ্ধ ওয়াজ কবির
Share This