অনলাইন ডেস্কঃ- গেল গেল রব তো আগেই উঠেছিল। এখন ‘গেল’র বিধান দিতে এসে সমাজের কর্তারা বললেন, এই ক্ষমার অযোগ্য অপরাধের শাস্তি তো দিতেই হবে। তাই ঠিক হলো লায়লা হাতামিকে জেলে নিয়ে গিয়ে তাকে ৫০ ঘা চাবুক মারা হোক! সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইরানের অভিনেত্রী লাইলা হাতামি ইসলামি আইন অনুযায়ী একজনকে অভিনন্দন জানাতে গিয়ে ভুল বা ঠিক করে হোক গালে গাল ঠেকিয়ে চুমু দিয়েছিলেন। দৃশ্যটি পৃথীবির বেশিরভাগ দেশেই নিতান্তই ‘নিরামিশ’। বিশেষত, অভিনয় বা মডোলিং জগতের সঙ্গে যারা জড়িত আছেন, তারা এ ব্যাপারটি খুব ভালো জানবেন, এই প্রথাটি একে অপরকে অভিনন্দন জানানোর ‘প্রাচীন’ পদ্ধতি।কিন্তু লায়লা এই প্রাচীন পদ্ধতি অনুসরণ করতে গিয়ে চরম বিপদের মুখে পড়লেন। অবশ্য অপরাধের তালিকাটি ইরানের আইন অনুযায়ী ভয়ঙ্কর! কী সেই অপরাধ? প্রথম অপরাধ, তিনি তার মাথা সম্পূর্ণ না ঢেকেই সর্বসমক্ষে এসেছেন। যা ইসলামি আইন অনুযায়ী ধর্মবিরোধী। দ্বিতীয় অপরাধ, পর পুরুষের আলিঙ্গনে ধরা দিয়েছেন।এ হেন ভয়ঙ্কর অপরাধের শাস্তি তো তাকে পেতেই হবে। তাই এই বিধান। আসলে ফ্রান্সে গিয়ে হয়তো লেইলা ভুলেই গিয়েছিলন তিনি একজন নারী। আরও পরিষ্কার করে বললে, তিনি মধ্যপ্রাচ্যের দেশের নারী। যেখানে নারী ও পুরুষদের ক্ষেত্রে স্বাধীনতার অর্থ ভিন্ন। তিনি হয়তো ভুলে গিয়েছিলেন টেলিভিশন নামের একটি ‘রক্তচক্ষু’ তাকে সব সময় নিরিক্ষণ করে চলেছে। আসলে কাঁটা ছেঁড়া এটা নিয়ে নিয়ে হওয়া উচিত্, শাস্তিটা কী ভুলের, না ভুলে যাওয়ার। সূত্রঃ ইন্টারনেট