জি নিউজ অনলাইনঃ- চুয়াডাঙ্গায় ছেলের লাঠির আঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন। নিহতের ফকির চাঁন (৭০শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার দিঙ্গাদাহ গ্রামে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, রাতে পারিবারিক কলহের জের ধরে ছেলে আব্দুস সালাম (২৭) কে চড় দেন বাবা ফকির চান। পরে ছেলে তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে।এ ঘটনার পর খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।এদিকে শঙ্কর চন্দ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি ধামা-চাপা দেওয়ার চেষ্টা করেন বলে জানা যায়। তবে ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এছাড়া এ ব্যাপারে যোগাযোগ করা হলে সদর থানার ওসিকেও পাওয়া যায়নি।