মোস্তাফিজুর রহমান কর্ণেল,গফরগাঁও প্রতিনিধিঃএকবার উপজেলা চেয়ারম্যান তিনবার সংসদ সদস্য মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ এর সুযোগ্য সন্তান গফরগাঁও উপজেলার মাটি ও মানুষের প্রিয়মুখ, সর্বজনপ্রিয় সংসদ সদস্য জননেতা জনাব, ফাহ্মি গোলন্দাজ বাবেল এম.পি মহোদয়ের বিশাল গণ সংবর্ধনা উপলক্ষে ঢাকা গণ-ভবন থেকে শপথ গ্রহন করে শত গেইট পার হয়ে তার নির্বাচনী এলাকা গফরগাঁও প্রবেশ করলে গফরগাঁওয়ের বিশিষ্ট রাজনীতিবিদ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সদস্য বৃন্দ তাকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিল। জনগনের জন্য বাবেল চোখের জলে ভিজিয়ে দিলেন গফরগাঁওয়ের মাটি। তিনি ছল ছল চোখে কাদু কাদু কন্ঠে তার ভাষণে বলেন, গত ৫ই জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচন গফরগাঁওয়ের মানুষের একটি দীর্ঘ দিনের প্রত্যাশা ছিল। মরহুম আলতাফ হোসেন গোলন্দাজের মৃত্যুর পর গফরগাঁওয়ের মানুষ যেন নৌকার মাঝি হারিয়ে ফেলেছিল। রাজনৈতিক অঙ্গণে একটি শূণ্যতার প্রভাব সৃষ্টি হয়েছিল। গফরগাঁওয়ের সর্বস্তরের মানুষের আশা সেই শূণ্যতা বাবেল গোলন্দাজ এসে পূরণ করে দিল। আমি মনে প্রাণে অন্তরে লালন করি এই আওয়ামী লীগ যেন সারা জীবনে ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধ আওয়ামী লীগ থাকে সেজন্য আমি আপ্লান চেষ্টা করে যাব। তিনি আরও বলেন, আধুনিক গফরগাঁওয়ের রূপকার মরহুম আলতাফ হোসেন গোলন্দাজ। সারা বাংলাদেশের মধ্যে গফরগাঁওকে একটি সন্ত্রাস মুক্ত ডিজিটাল গফরগাঁও করার আহব্বান জানান তিনি। এজন্য গফরগাঁও থেকে মদ, জোয়া, হাউজি, যাত্রা চিরতরে বন্ধ করার ঘোষনা দেন। গফরগাঁওয়ের প্রত্যেকটি রাস্তা, ইউনিয়ন, ওয়ার্ড সহ মানুষের পাড়ায় মহল্লায় যে পরিমাণ উন্নয়ণ করার দরকার আমি বাবেল গোলন্দাজ আলতাফ গোলন্দাজের ছেলে প্রতিশ্রæতি দিচ্ছি সে উন্নয়ণ গুলো অক্ষরে অক্ষরে পালন করব ইনশাআল্লাহ।