স্পোর্টস ডেস্ক : শেষ ষোলোর প্রথম লেগে সেলটিকের বিপক্ষে ৩-০ গোলের রেকর্ড জয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখল ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। গত মঙ্গলবার রাতের অন্য ম্যাচে প্যারিস সেইন্ট-জার্মেইন ২-১ গোলে হারায় স্প্যানিশ ক্লাব ভ্যালেন্সিয়াকে। গ্র�প পর্বে এই সেলটিকের কাছেই ২-১ ব্যবধানে অঘটনের শিকার হয়েছিল বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে আরেকটি চমক দেখানোর প্রত্যাশা নিয়ে মাঠে নেমেছিল স্কটিশ ক্লাবটি। কিন্তু পাত্তাই পেল না জুভেন্টাসের কাছে।
গ্লাসগোর সেলটিক পার্কের খেলায় প্রায় ৫৮ হাজার দর্শকের সামনে ইতালিয়ান দল জুভেন্টাস প্রাধান্য বিস্তার করে খেলে। খেলার তিন মিনিটের আলেসান্দ্রো মাত্রির গোলে এগিয়ে যায় ইতালিয়ান ক্লাবটি। কিন্তু ৭৭ মিনিট পর্যন্ত জুভেন্টাসকে ঠেকিয়ে রাখে গ্র�প পর্বে বার্সেলোনাকে হারানো স্কটিশরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। ৭৭ মিনিটে ক্লদিও মার্চিসিও এবং ৮৩ মিনিটে মিরকো ভুসিনিচ আরও দুটি গোল করে নবাগত দলটির স্বপ্ন ভেঙে দেয়। অন্যদিকে ভ্যালেন্সিযার স্তাদিও দে মাস্তায়ায় প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় পিএসজি। নিজেদের মাঠে ৩৬ হাজার দর্শকের সামনে স্পেনের দলটি তেমন সুবিধা করতে পারেনি। খেলার ১০ মিনিটের সময় ইজেকুয়েল ল্যাভেজ্জি প্রথম গোলটি করেন। এরপর ৪৩ মিনিটের সময় হেভিয়ের পাস্তর বিরতির দুই মিনিট আগে আরেকটি গোল করলে ভেঙে পড়ে ভ্যালেন্সিয়া। দ্বিতীয়ার্ধে ফরাসি দলটি আরও গেল দিলে বিস্ময়ের কিছু থাকতো না। বরং বিস্ময়করভাবে খেলার শেষ মুহুর্তে একটি গোল শোধ করে ভ্যালেন্সিয়ার আশা খানিকটা জাগিয়ে রাখেন আদিল রামি। এদিকে পিএসজির নতুন সাইনিং ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ডেভিড ব্যাকহাম প্রথম ম্যাচ খেলেননি। তিনি দর্শকসারীতে বসে খেলা উপভোগ করেন।