মিরপুর প্রতিনিধি, জি নিউজঃ কাফরুল পূর্ব কাজীপাড়ায় গত রোববার ৯৪নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতিকে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে। নিহত ব্যক্তির নাম এ কে ফজলুল হক বাবুকে (২৬)। তিনি ৯৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
ঘটনার প্রতিবাদে আজ বেলা ১ টার দিকে শেওড়াপাড়া এলাকায় সড়ক অবরোধ করে মিরপুর-১০ নম্বর গোল চত্বর এলাকায় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করেছে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা এতে ওই এলাকার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ২ টার দিকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
হত্যাকাণ্ডের ঘটনা সম্পর্কে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জি নিউজ বিডি.নেট কে বলেন,আজ বেলা সোয়া ১১টার দিকে পূর্ব কাজীপাড়ায় ইটখোলা মোড় বাজারসংলগ্ন জামে মসজিদের সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন ফজলুল বাবু। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাত দুই সন্ত্রাসী তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁ র পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়। আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। পরে ফজলুল হক বাবুকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহত ফজলুল হক বাবুর বাবা হেদায়েতুল্লাহ পাটোয়ারী হত্যাকাণ্ডের কারণ জানাতে পারেননি। তবে পূর্ব শত্রুতার কারণে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জাহাঙ্গির নামের একজনকে আটক করে পুলিশ , তাদের ধারনা এ হত্যাকাণ্ডর সাথে সে জড়িত ।
মোছাঃ হসনে আরা / মিরপুর প্রতিনিধি/জি নিউজ