চট্টগ্রাম প্রতিনিধি,জি নিউজঃ- চট্টগ্রামে রাউজানে জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কুপিয়ে ছোট দুই ভাইকে খুন করেছে বড় ভাই। সোমবার সকাল সাড়ে ১১টায় রাউজান উপজেলার সুলতানপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, আবু সুফিয়ান (৪৮) ও মো. মোরশেদ (৩৫)। তারা সুলতানপুর গ্রামের মৃত আবদুল মালেকের ছেলে। রাউজান থানার ওসি এনামুল হক জানান, বাড়ির পাশে সবার চলাচলের একটি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বড় ভাই আবুল কালামের সঙ্গে ছোট দুভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে আবুল কালাম ঘর থেকে ধারালো অস্ত্র বের করে এনে ছোট দুই ভাইকে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক আহত করে। এসময় আশপাশের লোকজন আহত দুই ভাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথে আবু সুফিয়ান মারা যান। আর হাসপাতালে আনার কিছুক্ষণ পর বেলা ১টার দিকে মোরশেদ মারা যান। এদিকে ওসি এনামুল হক জানান, ঘাতক আবুল কালামকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জি নিউজ/ সোমবার তাঃ-২২-০৭-২০১৩