জি নিউজ বিডি ডট নেটঃ- ময়মনসিংহের ত্রিশালে পুলিশ হত্যা করে প্রিজন ভ্যান থেকে তিন জঙ্গি ছিনতাইয়ের ঘটনা পর পালিয়ে যাওয়া ফাঁসির আসামি রাকিব ফের আটকের গতকাল সোমবার ভোরে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। এ বিষয়ে পুলিশ বলেছে, তাকে নিয়ে অন্য পলাতক দু’জন জঙ্গির খোঁজে পুলিশ অভিযান চালাতে গেলে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় জঙ্গিদের সাথে বন্দুক-যুদ্ধ হয় এতে তার নিহত হওয়ার ঘটনা ঘটে।এবিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার হাসিবুল হাসান জানিয়েছেন, রাকিবুল হাসানের সাথে আরও দু’জন সাজাপ্রাপ্ত জঙ্গি নেতা সালাউদ্দিন সালেহিন এবং জায়েদুল ইসলাম ওরফে মিজান প্রিজন ভ্যান থেকে পালিয়েছিল।পুনরায় ধরা পরার পর তাকে জিজ্ঞাসাবাদে অন্যদের ব্যাপারে তথ্য দিয়েছিল।সেই তথ্যের ভিত্তিতে পুলিশ জঙ্গি রাকিবুল হাসানকে নিয়ে অভিযানে গিয়েছিল।অভিযানের শুরুতেই জঙ্গিরা পুলিশের উপরে গুলি চালালে পুলিশও পাল্টা গুলি চালিয়েছিল। পুলিশ সুপার উল্লেখ করেছেন প্রায় ২০মিনিট ধরে চলা বন্দুক-যুদ্ধেই জঙ্গি রাকিবুল হাসানের মৃত্যু হয়।উল্লেখ-গত রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে একটি মহাসড়কে সাজাপ্রাপ্ত তিনজন জঙ্গিকে নিয়ে যাওয়ার সময় একদল হামলাকারী তাদের ছিনিয়ে নেয়।সে সময় এই হামলায় একজন পুলিশ সদস্য নিহত হয়। এ ব্যাপারে পুলিশ অবশ্য মামলা করেছে। অন্যদিকে, গত রোববার প্রিজন ভ্যান থেকে পালিয়ে যাওয়া জঙ্গিদের ধরিয়ে দিতে পুলিশ পাঁচ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে। এছাড়া কয়েক ঘণ্টা পর পুলিশ ছিনিয়ে নেওয়ার ঘটনার সাথে জড়িত সন্দেহে জাকারিয়া এবং রাসেল নামের দু’জনকে আটক করেছে।এই দু’জনকে আদালতে হাজির করে ২০ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ । তাঃ-২৫ ফেব্রুয়ারি ২০১৪।