জি নিউজ ঃ রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল দিকে পুলিশ রাজধানীর গুলশান-২ এর ১০৪ রোডের ১৬নং বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। এ সময় তার গলায় ওড়না পেচানো ছিল। সূত্র জানায়, প্রাথমিকভাবে আত্মহত্যা হলেও বিষয়টি রহস্যজনক বলে মনে করছেন পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। আত্মহত্যা হয়ে থাকলে কি কারণে হয়েছে সেটা এবং অন্য কোনো কারণ থাকলে সেটাও মাথায় রেখে ঘটনাস্থলে পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা কাজ করছেন। ঘটনাস্থলে গুলশান জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) লুৎফুল কবিরসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। এদিকে ১৯৮৯ সালের ৬ জানুয়ারি বাংলাদেশ টেলিভিশনে সাপ্তাহিক নাটক ‘সাগর সেচা সাধ’ নাটকে অভিনয়ের মধ্যদিয়ে অভিনেত্রী হিসেবে মিতা নূরের অভিষেক। দুই যুগেরও বেশি সময় ধরে মিডিয়ায় কাজ করেন তিনি। এ সময়ে তিনি নাটকে অভিনয় ছাড়াও নিজে পরিচালনা ও প্রযোজনা করেছেন।
জনপ্রিয় অভিনেত্রী মিতা নূরের ঝুলন্ত লাশ উদ্ধার
Share This