ডেস্ক রিপোর্ট ঃ বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি গত সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিবের সাথে সাক্ষাত করলে গেলে বান কি মুন বলেন। বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার অবসান না ঘটলে অর্থনৈতিক কর্মকা ের ওপর এর মারাত্মক বিরূপ প্রভাব পড়বে বলে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, নির্ধারিত সময়ে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে সংঘাতের অবসান ঘটিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের আলোচনায় বসা জরুরি। পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি মহাসচিবকে আশ্বস্ত করেন, বিএনপি আগ্রহ না দেখালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো বিরোধী দলকে সংলাপে আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান সবার অংশগ্রহণে চমৎকার একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সুসংহত হোক। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচারের প্রসঙ্গটিও আসে এবং জাতিসংঘ মহাসচিবকে এই বিচারের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। ৪২ বছর পর হলেও অপরাধের সুবিচার নিশ্চিত করার বিষয়টিতে গুরুত্ব দেন বান কি মুন। জাতিসংঘ মহাসচিবের দূত হিসেবে চার দিনের সফরে গত শুক্রবার ঢাকা আসেন সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো। গত কয়েকদিনে দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করে আগামী নির্বাচন নিয়ে তাদের মতানৈক্য দূর করতে এবং দ্রুত সংলাপ শুরু করার তাগিদ দেন তিনি।
সংবিধানের পঞ্চদশ সংশোধনের ফলে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত হওয়ায় এখন নির্বাচিত অর্থাৎ আওয়ামী লীগ সরকারের অধীনেই নির্বাচন হবে। কিন্তু দলীয়
সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে তা বয়কটের হুমকি রয়েছে বিএনপির। সমপ্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচনের আগে নির্বাচিত জনপ্রতিনিধিদের নিয়ে সর্বদলীয় সরকার হলেও তার আপত্তি নেই। এ নিয়ে সংলাপের জন্য বিরোধী দলকে প্রস্তাবও দিয়েছেন তিনি।