জি নিউজঃ-রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। ২০০৯ সালে জামায়াতকে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নিবন্ধনের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করা হয়। নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনে বৃহস্পতিবার দুপুরে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি কাজী রেজা-উল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে এ রায় দেন। ২০০৯ সালে জামায়াতকে নির্বাচন কমিশনের (ইসি) দেওয়া নিবন্ধনের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের সেক্রেটারি জেনারেল সৈয়দ রেজাউল হক চাঁদপুরী, জাকের পার্টির মহাসচিব মুন্সি আবদুল লতিফসহ ২৫ জন। এদিকে জামায়াতের পক্ষে ব্যারিস্টার আবদুর রাজ্জাক যুক্তি দিয়ে বলেন, “প্রতিহিংসার রাজনীতির কারণে এমন রিট করা হয়েছে। এটি চলার যোগ্য নয়। তিনি বলেন, এমন দল আরো আছে, কিন্তু তাদের নিয়ে কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি,২০০৮ সালে প্রায় চল্লিশটি দলের সাথে নির্বাচন কমিশনে নিবন্ধিত হয় জামায়াতে ইসলামী। নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রতিটি দলকে কমিশনের তালিকাভুক্ত হতে হয়।
জি নিউজ/ তাঃ- ০১ আগস্ট ২০১৩