জামায়াত না ছাড়লে খালেদা জিয়া দেশের জন্য হুমকি- তথ্যমন্ত্রী

eno 17জি নিউজ বিডি ডট নেট ঃ- বর্তমান সরকারের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন জামায়াতে ইসলামীর সঙ্গ না ছাড়লে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের জন্য হুমকি হয়ে থাকবেন বলে মন্তব্য তিনি । তথ্যমন্ত্রী বলেছেন, সহিংস আন্দোলনের পক্ষে খালেদা জিয়ার সাফাই গাওয়াটা জনগণ ও গণতন্ত্রের জন্য দুঃখজনক। আন্দোলনের নামে নাশকতার বিষয়ে খালেদা জিয়া তার অবস্থান পরিস্কার না করলে গণতন্ত্র ও দেশের জন্য হুমকি হয়ে থাকবে। গতকালবৃহস্পতিবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বুধবারের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের জবাব দিতে এ সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়। ইনু বলেন, শান্তিপূর্ণ আন্দোলনের নামে অতীতে যে অবস্থা ঘটেছে তাতে বোঝা যায় খালেদা জিয়া যতক্ষণ জামায়াত ও হেফাজতের সঙ্গ ত্যাগ না করে ততক্ষণ পর্যন্ত আন্দোলনের কোনো গ্যারান্টি নেই। গত বুধবার খালেদা জিয়া সংবাদ সম্মেলন করে যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় দাবি করে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া সরকারে থাকলে বৈধ হয়, আর ক্ষমতায় না থাকলে সরকার ও সংসদ অবৈধ হয়ে যায়। তিনি যে আন্দোলনের পক্ষে কথা বলছেন, তাতে আমাদের মনে হয়েছে, উনি তার অবস্থান বদল করেননি। উনি শান্তির কথা বললেও এটা ‘ভূতের মুখে রাম নাম। এ সময়, আন্দোলনের নামে সহিংসতাকারীদের ছাড় দেয়া হবে না বলেও সতর্ক করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, আমরা সভা সমাবেশের পক্ষে, তবে অহিংস রাজনীতির নামে সহিংসতা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। বিএনপির নেত্রী শান্তিপূর্ণ সমাবেশের নামে দেশে আবারো অস্থিরতার ক্ষেত্র তৈরি চান বলেও অভিযোগ করেন তিনি।তাঃ-১৭ জানুয়ারি ২০১৪

 

Exit mobile version