ডেস্ক রিপোর্ট ঃ জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সন্ধ্যা পৌনে ছ’টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে মুক্তি দেওয়া হয়। পাঁচ মামলায় গত রোববার মির্জা ফখরুলের ৬ মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। কারাগারে যাওয়ার একমাসের মধ্যেই তিনি জামিনে মুক্তি পেলেন। গত ৭ এপ্রিল মির্জা ফখরুলসহ বিএনপির ৭ শীর্ষ নেতা পৃথক ৭ মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। উল্লেখ্য, গত ২ ও ৬ মার্চ ঢাকার নয়া পল্টন,শান্তিনগর, মালিবাগ, বেইলি রোড, ভিকারুন্নিসা স্কুলের রাস্তায় ও শাহজাহানপুরসহ বিভিন্ন এলাকায় ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি নেতাদের নামে মামলাগুলো দায়ের করা হয়।
জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Share This