জি নিউজ বিডি ডট নেট ঃ- গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আজ মঙ্গলবার জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া এবং চেয়ারপারসনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন। কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গতকাল সোমবার রাত ১২টায় দিকে রফিকুল ইসলাম মিয়া ও খন্দকার মাহবুব হোসেনের জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকায় আজ বেলা সাড়ে ১১টার দিকে কারাগার থেকে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। এই দুই নেতা কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-২-এ ছিলেন। আর বেলা ১২টার দিকে মুক্তি পান ব্যারিস্টার মওদুদ আহমদ।তিনি কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগারের পার্ট-১-এ ছিলেন। এর আগে তাদের বিরুদ্ধে করা সব মামলায় আদালত থেকে জামিন পেয়েছেন বিএনপির এই দুই নেতা। কারাগার থেকে বেরিয়ে আসার পর রফিকুল ও মাহবুবের স্বজন ও বিএনপির নেতা-কর্মীরা তাঁদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। গত ৭ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে খন্দকার মাহবুবকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। এর আগে গত বছরের ৮ নভেম্বর রাতে একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে ফেরার পথে রাজধানীর কারওয়ান বাজার এলাকা থেকে আটক হন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। তাঃ-০৪ফেব্রুয়ারি ২০১৪ ।