আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?
আঙুরের বাগান
জার্মানিতে প্রচুর আঙুরের বাগান রয়েছে৷ সারা বিশ্বে যত রকম গাছের চাষ করা হয়, সেগুলোর মধ্যে আঙুর সবচেয়ে পুরনো৷
আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?
সুন্দর ফল আঙুর
আঙুর শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও সুস্বাদু ফল৷ তবে হালকা সবুজ রংয়ের আঙুর থেকে লাল বা গাঢ় সবুজ রংয়ের আঙুরে বেশি অ্যান্টি-অক্সিডেন্ট রয়েছে৷ আঙুরে ভিটামিন সি তেমন না থাকলেও আঙুর ইনফেকশন থেকেও রক্ষা করতে সাহায্য করে৷ গরমকালে যথেষ্ট আঙুর খেলে শীতকালেও সুস্থ থাকা যায় – এমনটাও শোনা যায়৷
আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?
আঙুর খেয়ে ওজন কমান
সপ্তাহ দুয়েক প্রতিদিন বিচি ও খোসাসহ ২ কেজি আঙুর আর সাথে যথেষ্ট পরিমাণে পানি বা গ্রিন চা পান করলে কয়েক কেজি ওজন কমানো সম্ভব৷ তবে সে আঙুর হতে হবে অবশ্যই কোনো রকম কেমিকেল ছাড়া পুরোপুরি অর্গানিক উপায়ে চাষ করা৷ আঙুরের বড় গুণ – শরীর থেকে বিষাক্ত পদার্থ বের দেয়৷
আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?
আঙুরে রয়েছে প্রচুর ফাইবার
আঙুরের খোসা এবং বিচিতে রয়েছে প্রচুর ফাইবার, যা মানুষের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করতে সাহায্য করে৷ আঙুরে অনেক বেশি পরিমাণে পটাশিয়াম থাকায় যা শরীরের বাড়তি পানি কমিয়ে প্রয়োজনীয় পানির ভারসাম্য রক্ষা করতে ভূমিকা পালন করে৷
আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?
আঙুর থেকে তৈরি ‘রেড ওয়াইন’
আমাদের সংস্কৃতিতে মদ খাওয়ার প্রচলন নেই, মদ শুনলেই অনেকে আঁতকে ওঠেন৷ এদেশে ডাক্তার বা স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, সামান্য পরিমাণে রেড ওয়াইন খাওয়া খুবই ভালো৷ অর্থাৎ প্রতিদিন রাতে আধাগ্লাস থেকে একগ্লাস রেড ওয়াইন খেলে তা হার্ট ভালো রাখতে এবং শরীরের রক্ত চলাচলও ঠিক রাখতে সাহায্য করে৷ বলা বাহুল্য, রেড ওয়াইন তৈরি করা হয় আঙুর থেকেই৷
আঙুর স্বাস্থ্যের জন্য এত ভালো কেন?
অ্যান্টি এজিং
শুধু গ্রিন টি বা সবুজ চা নয়, আঙুরও তারুণ্য ধরে রাখতে এবং রূপ লাবণ্য বাড়তে সাহায্য করে৷ শুধু তাই নয় আঙুর ক্যানসার সেলগুলোর বৃদ্ধি কমাতেও সাহায্য করে থাকে৷ আঙুর খান, সুন্দর থাকুন৷
বে এটা শুধু নিষ্ক্রিয় পদ্ধতি নয়৷ সক্রিয়ভাবে ওয়েলনেসে অংশ নিতে হবে৷ দেহ, মন ও আত্মা এই তিনের সম্মিলনের ঘটাতে হবে৷বর্তমানে জার্মানিতে ওয়েলনেস বলতে লোকে বোঝে শুধু রিল্যাক্স করাকে৷ এই যেমন স্টিমবাথে যাওয়া, ম্যাসাজ নেওয়া ইত্যাদি৷ ফল্কার উলরিশের ওয়েলনেস কেন্দ্রে পরিপূর্ণতার ওপর জোর দেওয়া হয়৷ তাঁর ভাষায়, ‘‘আমাদের প্রশিক্ষণ কেন্দ্রের মূল দর্শন হলো, কোর্সে অংশগ্রহণকারীদের বিচার-বিবেচনাকে জাগ্রত করা৷ কৌশলে শুধু অর্থ উপার্জনটাই যেন তাঁদের লক্ষ্য না হয়৷ তবে এক্ষেত্রে খদ্দেরদের সক্রিয় ও সচেতন হতে হবে৷ সবকিছুই প্রশিক্ষণকারীর ওপর ছেড়ে দিলে চলবে না৷এসেছে কয়েকটি শব্দ থেকে– ‘ওয়েলনেস’ কথাটি এসেছে কয়েকটি শব্দ থেকে৷ একদিকে ‘ওয়েল বিয়িং’ অন্যদিকে ‘ফিটনেস ও হ্যাপিনেস’৷ ওয়েলনেসের উৎপত্তির পেছনে ছিল চিকিৎসাগত ও অর্থনৈতিক পটভূমি৷ ১৯৭০-এর দশকে মার্কিন সরকারের উদ্যোগে এক গবেষক টিম সামগ্রিক এক স্বাস্থ্য মডেল উদ্ভাবন করেন৷ কেননা, এই সময় মার্কিন যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যক্ষেত্রে খরচের হার আকাশচুম্বী হয়ে উঠেছিল৷ এ জন্য খাদ্যগ্রহণে সচেতনতা ও নিজস্ব দায়িত্ববোধের ওপর জোর দেওয়া হয়৷ যাতে চিকিৎসা বাবদ খরচ কমে আসে৷ আজ এটাকে ‘মেডিকেল ওয়েলনেস’ বলা হয়৷ শুধু অবসর বিনোদন নয়৷ সূত্র- DW.DE