জেএমবির জঙ্গি রাকিব হাসানকেগ্রেপ্তার করেছে-পুলিশ

জি নিউজ বিডি ডট নেটঃ- ময়মনসিংহের ত্রিশালে গতকালরোববার সকালে পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেওয়ার পর দুপুর ২টার দিকে সদ্য দাড়ি কাটার চিহ্ন ও ডান্ডাবেড়ির দাগ দেখে পুলিশের সন্দেহ হলে জেএমবির জঙ্গি রাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়। গতকাল রবিবার দুপুর সোয়া ২টার দিকে তাঁকে গ্রেপ্তার করে সখীপুর থানা পুলিশ। দুপুর ২টার দিকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন রাকিব। তাঁর সঙ্গে ছিলেন রাসেল নামে আরো একজন যুবক।তল্লাশি চালানোর সময় এসআই শ্যামল দত্তের সন্দেহ হয় রাকিবকে দেখে। কারণ তাঁর মুখে ছিল সদ্য দাড়ি কাটার চিহ্ন। প্রিজনভ্যান থেকে পালানোর পরই দাড়ি কামিয়েছিলেন রাকিব। কিন্তু সময় কম থাকায় সম্ভবত দাড়ি কাটতে গিয়ে তার গাল কয়েক জায়গায় কেটে যায়। এ ছাড়া তাঁর থুঁতনির নিচে অল্প কিছু দাড়ি ছিল। সময় স্বল্পতার কারণে তিনি ঠিকমতো দাড়ি কাটতে পারেননি। এসআই জানিয়েছেন, দাঁড়ি দেখে সন্দেহ হওয়ায় রাকিব হাসানকে আরও ভালো করে তল্লাশি করেন তিনি। এ সময় তিনি রাকিব হাসানের হাতে ও পায়ে ডান্ডাবেড়ির দাগ দেখতে পান। রাকিবের পায়ে নতুন স্যান্ডেল ছিল। কিন্তু পুলিশের চোখ এড়াতে পারেননি তিনি। এ সময় সঙ্গে সঙ্গে পুলিশ রাকিবকে গ্রেপ্তার করে। দণ্ডপ্রাপ্ত আসামী রাকিব হাসানের গ্রামের বাড়ি জামালপুরের মেলান্দহের বংশীবেল এলাকায়। তিনি জেএমবির শুরা সদস্য। তাঁর বিরুদ্ধে ৩০টি মামলা রয়েছে, এর মধ্যে একটিতে তিনি মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত হন। আরেকটি মামলায় তাঁর যাবজ্জীবন ও  আরো একটি মামলায় তাঁর ১৪ বছরের কারাদণ্ডাদেশ হয়। উল্লেখ-গতকাল রোববার সকাল সোয়া ১০টার দিকে ময়মনসিংহের ত্রিশালের সাইনবোর্ড এলাকায় পুলিশের প্রিজন ভ্যানে হামলা চালিয়ে রাকিবসহ নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দণ্ডপ্রাপ্ত ৩ সদস্যকে ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। তাঃ-২৪ফেব্রুয়ারি ২০১৪।

 

 

Exit mobile version