মুহাম্মদ আবু হেলাল, ঝিনাইগাতীঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ২০১৩ সালে অনুষ্ঠিতব্য জেডিসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে দুই মেধাবী শিক্ষার্থী। এদর মধ্যে শান্ত ঝিনাইগাতী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে জে,এস,সি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে। মেধাবী শান্ত সাংবাদিক রেফাজ উদ্দিন ও মহিলা ইউপি সদস্য মর্জিনা খাতুনের ছেলে। উল্লেখ্য যে, শান্ত ৫ম শ্রেণীতেও টেলেন্টপুলে বৃত্তি পেয়েছিল। অন্যদিকে জামালপুর নিবাসী ঝিনাইগাতী থানায় কর্মরত পুলিশ কনষ্টেবল ফারুক হোসেন ও হাফিজা হোসাইন এর প্রথম কন্যা ফাতেমা ইন জান্নাত উপজেলার ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জে,এস,সি পরীক্ষায় জি,পি এ-৫ পেয়েছে । সে ৫ম শ্রেনীতেও এ প্লাস পেয়েছিল। মেধাবীদের বাবা মা তাদের সন্তানের জন্য দেশবাসী সকলের নিকট দোয়া প্রার্থনা করেছেন। শান্ত ভবিষ্যতে প্রকৈাশলী ও জান্নাত ডাক্তার হওয়ার ইচ্ছা পোষন করেছে।