জেলার গোয়াইনঘাটে পি.আই.ও ভবন ফাটল ,কর্মকর্তা কর্মচারীদের মনে আতঙ্ক ।

সিলেট জেলা প্রতিনিধি,  (৩ এপ্রিল) : সিলেট জেলাধীন গোয়াইনঘাট থানার প্রজেক্ট ইমপ্লিমেন্ট   অফিস (পি.আই.ও)ভবনের ছাদসহ দেয়ালের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে ।আর এ কারনে ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন আতঙ্কের মধ্যে।যে কোন সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।তাই ওই অফিসের কর্মকর্তা কর্মচারীরা তাদের কার্য্ক্রম চালিয়ে যেতে অনিহা প্রকাশ করছেন।গতকাল সরেজমিনে দেখা যায়, গোয়াইনঘাট উপজেলা কমপ্লেক্সের ভিতরে অবস্থিত প্রজেক্ট ইমপ্লিমেন্ট অফিস। অফিসে গিয়ে কোন কর্মকর্তা কর্মচারীকে পাওয়া যায়নি।অফিসের মধ্যে একজন পিয়নকে দেখা গেছে।তিনি জানান, ছাদে ফাটল দেখার পর কেউ আর অফিস করতে আসছেন না।অপরদিকে অফিসে কর্মকর্তা, কর্মচারী না থাকায় অফিসের কাজে ব্যাঘাত ঘটছে।অফিসের দেয়ালের ভিতরে এবং বাহিরে প্রচুর পরিমান ছোট বড় ফাটল রয়েছে।এ ব্যাপারে পি.আই.ও অফিসের একজন কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন বিষয়টি লক্ষ করার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কৌশলীকে অবহিত করা হয়েছে।অফিস স্থানান্তর করতে অন্য স্থানে ভবন খোজা হচ্ছে।উপজেলা নির্বাহী অফিসার জানান বিষয়টি শুনে তিনি ঘটনাস্থল পরির্দশন করে দ্রুত ব্যবস্থা নিতে উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছেন।

 সলিম আহমদ সলু / সিলেট / জি, নিউজ      

 

Exit mobile version