অনলাইন ডেস্ক ,জিনিউজঃ- ক্যান্সারের সঙ্গে যুদ্ধে লড়েছেন প্রাণপণ। দৃঢ় ব্যক্তিত্বের প্রবলতার জন্য বছরজুড়েই হয়েছেন প্রশংসিত। এতকিছুর মাঝেও অস্কারের সম্মাননা পুরস্কার জয়। সম্প্রতি সিনেমাতে নতুন সংযোজন না ঘটলেও আগামী বছর মুক্তি প্রতীক্ষিত ‘মেলফিসেন্ট’ নিয়ে রয়েছেন দারুণ ব্যস্ততায়। এতটুকুতেই শেষ নয়। চলতি বছরের এপ্রিলে চারদিকে ঢেরা পিটিয়ে শুরু করেছিলেন ব্র্যাড পিটকে সঙ্গে নিয়ে ওয়াইন ব্যবসা। ব্যবসার মাত্র কয়েক মাস যেতে না যেতেই ব্র্যাঞ্জেলিনার সেই সিগনেচার ব্র্যান্ড চলে এসেছে বিশ্বসেরা ওয়াইনের তালিকায়। টাইম মেগাজিনের দেয়া তথ্য মতে, ওয়াইন পরীক্ষক ব্র্যাঞ্জেলিনার ‘রোস মিরাভেল’ ওয়াইনটির পরিশুদ্ধতা আর আভিজাত্যের জন্য স্থান করে দিয়েছেন বিশ্বের সেরা ১০০ ওয়াইনের তালিকায়। যাত্রা শুরু করার মাত্র ৭ মাস পার না হতেই ওয়াইনটির এমন সাফল্যে ভীষণ খুশি ব্র্যাঞ্জেলিনা। আর এই খেতাব প্রাপ্তি যে অদূর ভবিষ্যতে ব্র্যান্ডটির বাণিজ্যিক উৎকর্ষতাকে আরও কয়েকশ গুণ বাড়িয়ে দেবে, সেটা বলা যায় চোখ বন্ধ করে। সূত্র : অনলাইন তা ঃ- -২২ নভেম্বর, ২০১৩